বই নিয়ে বসলুম বন্ধ করি দোর
জানার নেশায় পড়ি সকাল-সন্ধ্যা-ভোর ।
জানি; বই ঙ্গানের ভান্ডার
ঙ্গানে পরিপূর্ণ প্রত্যেক পাতা তার ।
জানার নেশায় ত্যাগ করেছি ঘুম
আধা পেটে প্রত্যহ রাত কাটে নির্ঘুম ।
দুনিয়াতে বড় হব তাই, ঘর না ছাড়ি
কোথাও কোন দুর্ঘটনায় মারা না পরি ।
পড়ার চাপে ঘর হতে হইনা কভু বের
বইয়ে পরিপূর্ণ তাক আর টেবিলের ।
পড়ে পড়ে ক্লান্ত পারিনা বিছানা ছাড়িতে
নেশায় ধরেছে বইটারে পড়তে ।
কত ব্যয় করি কত বই কিনিলুম
কত রাত ঘুম ছেড়ে বই শুধু পড়িলুম ।
জানা হলোনা এই বিশ্বটারে
বই ছাড়া আর চিনিলুম না কাউরে ।
বহুকাল পরে শীতের ক্ষনে
ঘর হতে বেরোনু একটু রোদের সন্ধ্যানে ।
চেয়ে দেখি প্রতি ঘাসের ডগায় একটি ঙ্গানবিন্দু
কৌতূহলে বেরিয়ে পরিনু কোথায় সে পর্বত সিন্ধু।