আমারও মন জৈষ্ঠে করে পলায়ন
আম-কাঠালের শাঁখে-শাঁখে ভ্রমরের গুনগুন।
নানা গাছের নানা ডালে নানান রঙের ফল
ফলের ন্যায় আমার মনেও রস যে তখন অতল।
বাগান ভরা কত গাছ! কত ফল তাতে
দারুন গন্ধে নতুন ছন্দে গৃহস্থবাড়ি মাতে।
ফলের ডালা সাজিয়ে থাকে, ভরে
মোমাছি পাহারা দেয়, পাশে-পাশেই উড়ে।
বাগান ভরা গাছে নানান রঙের রং
তাই দেখে শত পাখির নাচে আসে ঢং।
আঃ কি যে মধু! জৈষ্ঠ্য ফলের সুবাস
দুপুর রৌদ্র মেখে আসে গ্রীষ্মের আঁশ।
জানালা মোর খোলা রয় সুবাস আসে রাতে
একলা বসে গান করি চন্দ্রালোকের সাথে।
গ্রীষ্ম এসেছে গাছে গাছে সাজ
ভালোবেসে লোকে তাকে বলে ‘মধুমাস’।