সারাদিন কত কাজ! সেই ভোর হতে
পরিশ্রমে ক্লান্ত আমি, দেহটা যায় লুটে।
সারাদিনের ক্লান্তি মোর, করে দূর
এই সবুজ পাড়ের পুকুর।
দিনের শেষ প্রহরে, সব কাজ ছেড়ে
ছুটে আসি এখানে, বসি আস্তে ক’রে।
সবুজ ঘাসের বিছানা, আর সবুজ গাছের পাখা
একাকী বসে আছি, হয়না মনে একা।
খেজুর গাছের চিরল পাতার ফোকর
সুয্যি যেন বা হতে একটু দেয় নজর ।
সারাদিনের ক্লান্তি মোর, করে দূর
এই সবুজ পাড়ের পুকুর।
বালিকা আসে মাঝে মাঝে, ছাগলের দড়ি হাতে
কত ঢেউ বয়ে যায়, হাসপালের সাথে।
ধবল বক উড়ে যায়, চিৎকারে বলে যায়
কেন আমি বসে আছি? জানতে সে চায়।
এই পুকুর যা জানে, জানেনা এই আকাশ তা
খাতা নেই পাতা নেই, লিখছি আমি কবিতা।
গানও গাই মাঝে মাঝে শুনে যায় পাখিরা
আসতে চায় শিয়ালদুটি, লাউক্ষেতে বেড়া।
মাঠের পাশে ছোট্ট এই একটাই পুকুর
এইখানে আসি আমি গত হলে দুপুর।
প্রকৃতির সৌন্দর্য এনে দেয় সুমধুর
এই সবুজ পাড়ের পুকুর।