বাংলায় জন্ম আমার
ঘুরিলাম কত দেশান্তর ।
কত দেশে কত লোক আমায় শুধালে
ছোট্ট এক স্বর্গ পাব কোথা গেলে ।


যদি দেখতে চাও ছোট ছোট গ্রাম
যদি দেখতে চাও উৎসবের ধুমধাম ।
যদি দেখতে চাও দিগন্তজোড়া সবুজ চাদর
যদি দেখতে চাও ফসলজুড়ে কৃষকের আদর ।
যদি দেখতে চাও রক্তে রাঙানো সোনালি মাটি
যদি দেখতে চাও কাধে সোনালি ফসলের আটি ।
যদি দেখতে চাও পাহাড়ের গায়ে ঝর্নার গান
যদি দেখতে চাও পদ্মা-মেঘনার কলতান ।
যদি দেখতে চাও ভোরের হাওয়ার সুর
যদি দেখতে চাও এক রৌদ্রতপ্ত দুপুর ।
যদি দেখতে চাও নদীতীরে সূর্যাস্ত
যদি দেখতে চাও শহরটা বড় ব্যাস্ত ।
যদি দেখতে চাও রাতের আকাশে তারার মেলা
যদি দেখতে চাও দিনভর রোদ-বৃষ্টির খেলা ।


যদি দেখতে চাও গ্রীষ্মের ফল বাগান
যদি দেখতে চাও বর্ষায় প্রকৃতির নব প্রাণ ।
যদি দেখতে চাও শরতের কাশবন
যদি দেখতে চাও হেমন্তে পিঠাপুলির ধুম ।
যদি দেখতে চাও শীতে অথিতিদের আগমন
যদি দেখতে চাও বসন্ত পাখির গান ।
যদি দেখতে চাও বাউলের সে বাশি
যদি দেখতে চাও ভাটিয়ালি গানের আলোক রাশি ।
যদি দেখতে চাও এক মহান নেতার ভাষন
যদি দেখতে চাও সাত বীরশ্রেষ্ঠের স্মৃতিচারন ।


ছোট্ট এক স্বর্গ  যদি দেখতে চাও
আমার সে সোনার দেশে একটিবার যাও ।