আবার কবে গাইবে পাখি?
দোয়েল-কোয়েল শ্যামা গীতি, বন-বনানী গভীর প্রীতি,
কোকিল-কন্ঠি মধ্য দুপুর
অভয়ারণ্যে প্রানের ছোঁয়া, জীব-জড়ের মিলন স্মৃতি।


আবার কবে মানুষ হবে?
ঘাটের মরা তুলবে ডেকে, ভয় তাড়ানো প্রহর দোষে,
ঘুণে ধরা এই সমাজটাকে
পায়াভারী মন্দ লোকের, রাজ সিংহাসন ধরবে ঠেসে।


আবার কবে আসবে তেড়ে?
আঁধার পথে বিলিকেটে, আলোক মশাল জ্বলবে হাতে,
রবির কিরণ গভীর রাতে
আধ-মরা সব মানুষগুলো, নতুন আশায় উঠবে প্রাতে।


আবার কবে আসবে জোয়ার?
মরা নদীর দু'কূল বেয়ে, উষর ভূমি ঋদ্ধ হবে,
সবুজ বনের অরূপ আঁচল
ক্ষুন্নিবারণ ভাতে-মাছে, অপার শান্তি-সুখে রবে।