আবার উঠবে সূর্য
জাগবে সরবে বিশ্ব চরাচর,
আবার গাইবে পাখি
আশা জাগানিয়া গানে গানে বিস্তর।


আবার বইবে নদী
জাগবে বালুচর বিলাবে উর্বরা মাটি,
গোলা ভরা ধান মাঠে অফুরান
কৃষাণী বুনবে স্বপ্নের শীতলপাটি।


আবার বইবে সমীর
দোলবে শুভ্র বলাকা পালক ভাঁজে,
রক্ত রাগি ডাহুকের কণ্ঠে
মুখরিত জনপদ সকাল দুপুর সাঁঝে।


আবার ফুটবে কুসুম
রঙে রঙে দোলবে অক্লান্ত মৌমাছির ঝাক,
ঔষধি লতায় বৈদ্যিক বাসনা
শ্রাবণ জলধারা ফিরাবে তৃষ্ণাতুর দাঁড়কাক।