এই যে নদী আকাশ তলে, সুনীল মেঘের সারি,
ধূসর কালো এলোমেলো, আউলা সমীর ভারী।


আঁকাবাঁকা   শুভ্র  বসন,   ঈসৎ  কালো  চাদর,
সপ্ত  রঙ্গে  আসছে  ভেসে,  রং  বাহারী ভাদর।


ডানামেলা পাখির পালে,   ছন্দ তালের দোলা,
আকাশ জুড়ে আঁকা ছবি,  যায় কি কভু ভুলা!


চক্ষুকোণে  স্বপ্ন  অসীম,    জয়ের আনাগোনা,
উড়ে  পাখি  সারিসারি,    আকাশের  ঠিকানা।