ফেলে আসা কোন স্মৃতি
যায়না কভু ভুলা,
থেকে থেকে হৃদয় পটে
দিয়ে যায় দোলা।


সূর্য এখন মাঝ গগনে
ক্লান্ত রঙ্গের ঘোড়া।
রেশটুকু তার রইলো পড়ে
জীর্ণ ফ্রেমে মোড়া।


আমার আমি কোথায় বাঁধা
পাইনা খুঁজে তারে,
যা হারালাম ভবের হাঠে
বলবো আমি কারে!


ভোগ বিলাশে সাধের জনম
বাঁধা ছিল মন,
খেয়া ঘাটে একলা বসে
আজ বৃথা আকিঞ্চন।