আমি চাইনা হারাতে
আমি চাই ধরা দিতে এই বাংলার
অবারিত সবুজ মাঠের সোনালী ফসলের উজ্জল হাসির ভাঁজে।


যদি কখনো হারিয়ে যাই
খুঁজে নিও এই নীলিমার নীলে, অথবা
সাদা-কালো মেঘের ঢেউ দোলানো কোন এক কুন্ডলীর ফাঁকে।


মেঘেদের সাথী হয়ে
বৃষ্টি ঝরাবো শুকনো মরুর বুকে
ধুয়ে-মুছে দেবো পৃথিবীর সমস্ত অনাচার-অনিয়মের সিংহাসন।