আপনি কেমন আছেন?
বহুল পরিচিত সাধারণ একটা প্রশ্ন।
কত সহজেই আমরা উত্তরটা দিয়ে দেই
ভাল অথবা খুব ভাল আছি।
বুকের উপর ছাইচাপা আগ্নেয়গিরি লুকিয়ে রেখেও
ভাল আছি নামক ভনিতা,
হাজারো যন্ত্রণা আর বঞ্চনার যাতাকলে থেকেও
রোজ প্রাতে স্বপ্ন সাজাই অনাগত আগামীর
ভাল থাকা যেন এক অলিখিত সৌজন্যতা।


পাওয়া না পাওয়ার বেলাভুমে দাড়িয়ে
প্রতিনিয়ত বলছি ভাল আছি সবিনয়,
ভাল না থেকেও অবলিলায় করেই যাচ্ছি রোজ
ভাল থাকার নিষ্টুর অভিনয়।
এ জগৎ সংসারে গুমরে কাঁদে কত জীবনভর
সঠিক উত্তরের ধার ধারিনা কভু
কখনো বলিনা কাউকে এত কষ্ট কোথায় রাখেন?
অন্ততঃ একটিবার মন থেকে বলেন
আসলে আপনি কেমন আছেন?