বন্ধুরে তুই কোথায় আছিস, কেমন করে ভুলে থাকিস
আজও কি তুই রাত বিরেতে, চুপি চুপি আমায় ডাকিস।
বন্ধুরে তুই যেথায় থাকিস, আমার কথা মনে রাখিস
মাঝে মাঝে স্মরন করিস, সময় হলে পত্র লিখিস।
বন্ধুরে তোর মনে পড়ে? নদীর ধারে কাশ বনে
শালিক ধরার ফন্দি ফিকির, যায় কি ভোলা সংগোপনে।
বন্ধুরে তোর মায়ার জালে, আজও আমার মনে আছে
সেই রুপসী মন মোহিনী, সাপ লুডু খেলার ছলে।
হৃদাকাশে ঠিক ভেসে উঠে, ছন্দমালার বইটি ঘেটে
লিখে দিতাম কত শত, তারকি কোন হিসাব আছে।
বন্ধুরে তুই এখনো কি, রোজ বিকেলে আমার খোজে
সারা পাড়া ফেরি করিস, একে ওকে প্রশ্ন করিস।
বন্ধুরে তোর মধুর কন্ঠে, পাগল করা গানের সুরে
রোজ বিকেলে সুরের মেলা, বড্ড বেশি মনে পড়ে।
চায়নিজে কি মনটা ভরে, নন্দিতা নামের সিনেমা হলে
সবার আগে টিকেট নিতে, লাগতো ভীষন মারামারি।
তোরকি আজ মনে পড়ে, পরীক্ষার ঠিক পূর্ব রাতে
নোট হারিয়ে দিশেহারা, অনশনটা লাগতো ভাতে।
বন্ধুরে তুই কেমন ভাবিস? আমার ভাবনা জানতে পারিস
আবার যদি ফিরে পেতাম, সোনালী সেই স্মৃতির অতীত।