আজও আমি পথচেয়ে আছি
যে দিকে গিয়েছে চলে আনন্দ লহরী রথ,
জানিত ভুলের মাশুল গুনে আবছা আলোর পথ।
মহান যারা তাদের পথে
চলতে গিয়েছি কত বাসনা পোষে মনে!
রিপুর তাড়নায় বিফল মনোরথ থমকে দাড়ায় ক্ষণে।


আজও আমি কানপেতে রই
দূরন্ত বহমান সমীর প্রতিকুল পথের অশান্ত পাথারে,
যাহার মোহে কাটে বিনিদ্র রজনী মোর উতলা বাহারে।
যে আলোর পিছে লুকানো আঁধার
খুঁজে ফিরি তাহারে নীরবে নীরবে বাঁধিব প্রেমডোর,
দিবস-রজনী চঞ্চলা-ধরনী যদি ফিরায়ে আনে আলোর ভোর।