বিদায়ের এই ক্ষণে বার বার শুধু মনে হয়
এ যেন ছিল জন্ম জন্মান্তরের সম্পর্ক
আত্ন কথনের ভঙ্গীমায় মনের গভীর থেকে উঠে আসে
একটি করুন শব্দ বিদায়।
কতকাল কত যুগ গেল মিথ্যাচারের গোজামিলে
খুনসুটি মান-অভিমান আর অনুযোগের নিষ্পেষনে।
আজ নির্বাক চাহনী যেন সর্বস্ব খোয়ানোর কান্নায় উৎসারিত
বর্ণহীন রক্তক্ষরনে হৃদয় আজ স্নাত।
কালোরাত্রির বিরান কোন প্রান্তরের ডাকে
রুদ্ধশ্বাসে ভরা আহত ফুসফুসে হাতুড়িপেটার শব্দ।
আনন্দ আলিঙ্গনের সেই সু-নিবিড় সুখময় অনুভুতির পাঁচিল টপকে
অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসে আজ
একটি মাত্র করুন শব্দ বিদায়। -----------------