নীল আকাশের সমস্থ নীল ধুয়ে মুছে একাকার
শুভ্র সুনীল ফেনাগুলো দলা পাকিয়ে
ধেয়ে আসছে অজানা আলোড়নে,
পৃথিবীর শ্রেষ্ঠ নির্বোধ প্রাণিকুল আপন কর্মে ব্যস্থ
বেহিসেবি জ্যামিতিক সমীকরণে।
সভ্যতার সফেদ পিঠে প্রগতির নগ্ন চাবুক
দিন বদলের যাঁতাকলের পিষ্ট
ভুখা নাঙ্গার আগামী স্বপ্নের দিন,
ভাঙ্গনের শব্দে ইতিউতি নিদ্রাহীন ফ্যাকাশে চোখ
দেখতে না দেখতে সলিলে বিলিন।
আখের গোছানো সভাসদ উদ্ভট হাসিতে
চাপা পড়ে নাতিদীর্ঘ অশ্রুভেজা ফর্দ
বেমালুম হনুমান হাকে অবিরাম,
সাইরেন, স্যাটেলাইট কিংবা সাবমেরিন তালাশ
সরল, সাধারণ ভাবনা হয়তো বিধিবাম!