পিঠে ঝুলে বইয়ের বোঝা
কম হলেও দশ কেজি,
আব্বুর স্বপ্ন ডাক্তার হবো
আম্মু বলেন আইনজীবী।


সকাল সন্ধায় পড়ার তাগিদ
ত্বরা খোকা নাই বেলা,
বইয়ের ভাঁজে হারিয়ে গেছে
স্বপ্ন সাধের সব খেলা।


আর পারি না মাগো আমি
চোখে দেখি সর্ষে ফুল,
ছোট্ট শরীর সয় না মাগো
পড়ো পড়ো ডামাডোল।


কেউ বুঝে না আমার ব্যথা
নাই কি কোন প্রতিকার,
রোজ সকালে গাধার মতো
পিঠে ঝুলাই বইয়ের ভার।