বন্ধু মানে প্রাণের দোসর
কেউ না কারো পর,
বন্ধু মানে দুঃখের দিনেও
সাথী জীবনভর।


বন্ধু মানে ঝড় বাদলে
মাথার উপর ছাতা,
বন্ধু মানে বুক পকেটে
যত্নে রাখা খাতা।


বন্ধু মানে পুরো জীবন
হাসি কান্নার সাথী,
বন্ধু মানে আলোক জ্যোতি
আঁধার রাতে বাতি।


বন্ধু মানে মান অভিমান
সকাল সন্ধ্যা বেলা
বন্ধু মানে মিলন বাসর
হাসি কান্নার খেলা।


বন্ধু মানে দুটি ফুলের
একই বৃন্তে গাঁথা,
বন্ধু মানে হাসি গানের
সবুজ স্নিগ্ধ পাতা।


বন্ধু মানে দুইটি নদীর
এক মোহনার ঢেউ,
চার বাহুতে যুগল বন্দি
ছাড়তে চায় না কেউ।