রঙবেরঙ স্বপ্ন বুনা জীবন
বুঝা না বুঝার ধুম্রজালে বন্দি,
আঁকাবাঁকা চলন্ত উদ্বেলিত সোপান
প্রতিটা গতিময় বাঁকে বাঁকে কন্ঠক
ভয় নেই জ্বলন্ত আগুনে,
আপনা ঝলসে আপাদ খোলশে
সকলের সুখ খুঁজি,
পড়ন্ত বিকেলে ক্লান্ত শরীরে
বুঝি না! কি বুঝি?
অপত্য আদর কৈশোরে শাসন
যৌবনে মস্তক ভরা দায়িত্বের বোঝা
না বুঝার অসুখ তখনও বিমুখ
একান্ত দখলে, বুঝে আর সকলে
বুঝে না বুড়ো খোকা,
কেন হেন কর্ম! ত্যাজিয়া ধর্ম
এখনও রইলে বোকা।
বৃদ্ধ বয়সে বুদ্ধি ফ্যাকাসে
সকলই বিকল, তৃতীয় কেবল
সময় তাড়িয়ে খুঁজি,
বুঝা না বুঝা হিসেবে গরমিল
আমি কি আদৌও বুঝি!