চাইনি মাগো আকাশ ছুঁতে
বিত্ত বৈভব বিলাশ জীবন,
চাইনি মাগো শিল পাথরে
মাথা নুয়ে স্বেচ্ছা মরণ।


চাইনি মাগো রাজা হতে
কেড়ে নিতে ভুখার খাবার,
যা আছে মা সেখান থেকে
ইচ্ছে জাগে বিলিয়ে দেবার।


চাইনি মাগো ধার করা জ্ঞান
চুরি বিদ্বায় উৎরে যেতে,
আপন চেষ্টায় নিরবধি
তিক্ত স্বাদের পরখ নিতে।


চাইনি মাগো কর্ম বিমুখ
আধ মরাদের পাশে পাশে,
কাজের নেশায় ডুবে মাগো
জীবন খুঁজি পরবাসে।


চাইনি মাগো বন্দি জীবন
খাঁচায় আটক পাখির মত,
ভাবনা গুলো সবার তরে
ছড়িয়ে দিলাম অবিরত।


চাইনি মাগো সকল ফেলে
ভরিয়ে দিতে স্বীয় উদর,
সবার সাথে সুখে-দুখে
প্রসার করি আপন চাদর।


চাইনি মাগো চিড়িয়া হতে
ভোগের নেশা রংয়ের ফানুস,
তোমার চাওয়া নিয়ে মাগো
হয়েছি এক ছোট্ট মানুষ।