এমনই বরষা ছিল সেদিন
তৃঞ্চার্ত মনে শান্তির বারি গেয়েছিল মনোবীণ,
কেমনে ভুলিবো প্রিয়া
বৃষ্টি স্নাত সিক্তবসনা মধুময় সেই দিন।


জ্বলতে গিয়েও থামতে হলো
দগ্ধ হৃদয় অন্তরীণ,
আঁধার ছাপিয়ে নামলো আলো মুক্ত হলো দেহঋণ।


#############???????############