দাওয়ায় বসিয়া দুঃখিনী মা কাঁদে
তুলিয়া দুটি হাত,
কেমন করে দিব ওহে মাবুদ
ছেলেটির মুখে ভাত।


অনাহারে আজ তিন দিন হলো
শরীরে নাই বল,
শুন্য হাড়িতে পানি নিয়ে চুলায়
কতো করিবো  ছল।


মিছে সান্ত্বনা কত আর দিব
অপেক্ষা কিসের তরে,
তিন  দিনের অভুক্ত উদর কি  আর
মিথ্যে বচনে ভরে?


চার বছরের আগের দৃশ্য
আজও জাগে মনে,
কাজের খোঁজে স্বামী গিয়েছিল
শাল গজারীর বনে।


দিনের শেষে রাত্রি এলো
পথের পানে চাই,
সবাই আসে কত সওদাই
আমার স্বামী নাই।


অনেক বুঝাই উতলা মনকে
পাই না সান্ত্বনা,
এমনি করিয়া রাত পোহালে দেখি
বাহিরে মানুষের আনাগোনা।


সাদা কাপড়ে ঢাকনা মোড়ানো
আৎকে উঠিলাম ক্ষনে,
সাপের কামড়ে মারা গেল স্বামী
অপয়া গহীন বনে।


এমনি করিয়া শোকের সাগরে
ভাসালেন দয়াল সাই,
কোথায় যাবো শিশুকে নিয়ে
তিন কুলে কেউ নাই।


সঞ্চয় যাহা ছিলো মোর ঘরে
রইল‘না আর বাকি,
দাফন কাফনে শেষ হলো সব
দয়াল তোমায় ডাকি।
-------------------------- চলবে।
৩১শে মার্চ, ২০১৮খ্রিঃ
সিলেট।