ফেলে আসা মধুর স্মৃতি আজও মনে পড়ে
কলাপাতার ছাউনি ঘেরা ছোট্ট কুঁড়ে ঘরে।
রং বাহারি দোকান খোলে কত বেচাকেনা
এটা ওটা হরেক জিনিস পাতায় লেনাদেনা।
গবাক পাতা ডাবের মালা হাড়ি পাতিল খাসা
বনফুলের পশরা নিয়ে পুরো দোকান টাসা।
মাটির তৈরী পোলাও কোরমা কত্ত মজা করে
চেটেপুটে সকল খাবার মিছামিছি পেট ভরে।
ভাল্লাগেনা এমন খেলা আসল ক্ষিধা পেলে
সব আয়োজন লণ্ডভণ্ড  হাতে পায়ে ঠেলে।
বিকেল হলে গায়ের মাঠে সব ছেলেদের দল
গুল্লাছুট আর কানামাছি জমতো অবিরল।
হাডুডু, ফুটবল, দাড়িয়াবান্ধা কত মজার খেলা
ডাঙ্গুলি আর ছই গাড়িতে টানাটানির মেলা।
খেলায় পটু আমায় নিয়ে রোজই টানাটানি
ভাল লাগতো স্বীয় কদর উভয় দলে জানি।
রঙবেরঙ ফড়িং ধরে জবাই সারি সারি
পিঁপড়ে দল কোথায় আছ আয় তাড়াতাড়ি।
গাছে গাছে মগডাল বেয়ে লতাপাতার নীড়ে
পাখির ছানায় দুষ্টু হানা রামের দীঘির তীরে।
কালের স্রোতে মন কোটরে মুছলো সকল খেলা
চোর-পুলিশে কাটতো সময় দুরন্ত ছেলেবেলা