ইচ্ছা যখন ছিল প্রবল
উড়াল দেবে শুভদা,
                থামলো কেন হৃদয়াবেগ
                যখন ছিল দুটি পা?


রং বাহারী চশমা চোখে
আগুন ঝরা মুখে রা,
                ঝড় বাদলে ভয় ছিলনা
                মাঘ রাত্তিরে উদোম গা!


যাসনে দাদা ও পথে আর
প্রবোধ মানো এ বেলা,
                 পা বাড়ালে সমন খাড়া
                 ঘুছে যাবে সব খেলা।


দ্বিপদ থেকে দশ পা হলো
কোনটা করবে উপেক্ষা?
                   কোথায় যাবে আপন লয়ে
                   পিছনে কেবল অপেক্ষা।


----------------------------