দিন চলে যায় কাজের নেশায়
   রাত যে আমার কাটে না,
ঘোর লাগা এই চোখের ছায়ায়
    হারানো দিনের কল্পনা।


মনের   আশা   রইলো   মনে
      গোমরে কাঁদে হৃদয়ে,
তীরের   ছুঁয়া   সবাই    পেল
     আমার কান্না অকূলে।


স্বপ্ন    ছিল   আকাশ.  ছুঁয়ার
     নিছক মনের কল্পনা,
জ্বালবো   আলো  সবার তরে
     পেলাম শুধুই বঞ্চনা।


কল্প   লোকের   স্বর্গ   বাসর
      বলছে আমায় কানে,
কোন   সুদূরে   প্রাণ   শিখরে
      নিখাদ মায়ার টানে।


ফেলে   আসা   সোনালি দিন
       আজও পিছু ডাকে,
সোনা    ঝরা  আবির    মাখা
     নব আলের বাঁকে।
------------------------
১০-০৭-২০১৮খ্রিঃ
রাত ১২-১০
abu3217@yahoo.com