মন কে মনের রহস্য পাঁচিলে
কোন এক পরদেশীর আনাগোনা হরদম,
কাঁটাতারের শক্ত বেড়ার ফাঁকে
আনমনে ঢুকে পড়ে পরিযায়ী স্বপ্ন মাতম।


না বলে অপ্রত্যাশিত লুকাচুরি
প্রচণ্ড ভয় পাইয়ে দেয়া কয়েক শ্বাসরুদ্ধ দিন,
অলিন্দ নিলয়ের দিশেহারা কম্পন
অসময়ে দীর্ঘ রাত্রি দিনের কল্পনা সীমাহীন।


চলে গিয়ে আবার ফেরার আনন্দ
সেই ভাল জানে যে হারিয়ে ফিরে পায় ছন্দ,
সুপ্ত ভালবাসার বৈশাখী তাণ্ডব
আবেগ নয় বিবেকের ঘরে ভাবনা মৃদুমন্দ।