আজ আর নেই দেহ মনের প্রশান্তি  
এখন এই চরে শুধু ধূ ধূ বালুচর,
মনের আকাশ মেঘাচ্ছন্ন
ক্রমশঃ ম্লান হয়ে আসছে ক্রিষ্টালে নির্মিত সাজানো সোপান।
বড় সাধ ছিল মনে, এই সোপানে দাড়িয়ে প্রকৃতি দেখবো,
দেখবো তার সুনিপুণ কারুকাজ,
আনন্দ উল্লাসে ভাসাবো মন, কল্পনার অতল সাগরে।
তিল তিল করে গড়ে তোলা সাম্পান আজ পড়ে আছে কান্ডারী বিহীন পরিত্যক্ত,
তাইতো মাঝ পথে যাত্রা হলো স্থগিত।
কেউ জানে না কবে প্রত্যাহার হবে স্থগিতাদেশ।
অপেক্ষার সময় বড় নির্মম, শেষ হতেই চায় না
নিষিদ্ধ বলয়ে আবৃত ভারাক্রান্ত মেঘলা আকাশে ঝড়ের পূর্বাভাস --
আর অপেক্ষা করা যায় না,
জীবনের একটা দীর্ঘ সময় কেটে গেল এক ভয়ংকর উৎকন্ঠায়।
জীবন বুঝি এমনই হয়, অপেক্ষায় অপেক্ষায় কেটে যায় দিন মাস বছর,
কে যেন ইশারায় কাছে ডাকে প্রতিনিয়ত
অথচ সামনে সীমাহীন বাধা,  
ধরতে গেলে পালিয়ে বেড়ায় মরিচিকার গোলক ধাঁধা।
05-04-18
Dawrai
abu3217@yahoo.com
01715003364