বন পলাশের ফুল কুড়িয়ে, গহীন বনের বনফুলে
রক্তজবার রং ছিটিয়ে, শিউলী ফুলে পথ সাজিয়ে
সাত প্রহরের বিল মাড়িয়ে আসবো তোমার কাছে।


আমার অনেক নদী আছে, আঁকাবাঁকা ঝিলের ধারে
শালিক-বক আর দোয়েল-শ্যামার নিত্য নাচন ভঙ্গীমায়
গোধূলীর ঐ আবছা আলোয় আসবো তোমার আঙ্গীনায়।


মোহনীয় বাঁশির সুরে, বিলিকাটা মেঠো পথে
রাখাল ছেলের গরুর পালে, ফরিং ওড়া বিকেল বেলায়
আয় সোহাগী মন মোহিনী, কাশবনের ঐ সফেদ মেলায়।


হাওয়ার ঢেউয়ে উড়ছে কেতন, নিত্য-নতুন খেলায়
মনের ভীতর ভাব লুকিয়ে, ছলা-কলায় নাইবা গেলে
আমার আকাশ রয় তাকিয়ে, ইচ্ছে মতো পাখা মেলে।


আমার অনেক গল্প আছে, সযতনে তোর নয়নে
ইচ্ছে ঘুড়ি পেখম তোলে, প্রজাপতি মনের কোনে
সবুজ ঘাসের আঁচল মেলে, স্বপ্ন হারায় তোর ভুবনে।