শত সহস্র আলোকবর্ষ দূরে
আরক্তিম আভারও পূর্বে স্থাপিত সেই পেলবতা
এক বিন্দু জীবন জলের উত্থান,
সপ্ত আকাশ কিংবা সপ্ত ভূখণ্ড
আরোপিত বলয়ে মজবুত কল্পনা সীমার বাহিরে
বিরহ বিধুর সুরারোপিত প্রস্থান।


কর্দমাক্ত মেঠো পথের বিড়ম্বনা
প্রজ্বলিত আশার প্রদীপ উড়ে দিকভ্রান্ত উইপোকা
ঝলসানো খোলসে নিমিষে পথ হারায়,
অমাবস্যার ঘন আঁধারের বোকে
আকণ্ঠ ডুবে থাকে দিশেহারা চৌকশ নাবিকের দল
আনমনে কেবলই পতঙ্গ তাড়ায়।


বন্ধুর পথে জীবন পণ ম্যারাথনে
মুখ থুবড়ে তিমির সোপান গায়ে অবেলার মরণ
ডেকে আনে নিষিদ্ধ আহ্বান,
বিজয় মুকুটধারীর মুখে তির্যক হাসি
শুরু হয় আলোকিত পৃথিবীর পথে নীরব যাত্রা
দশমান্তে গেয়ে উঠে অপত্য জয়গান।