কোথা যেন হারিয়ে গেছে
বিলাসী যৌবনের স্বপ্নিল রংধনু,
পয়মন্ত আগন্তকের ভেংচির আড়ালে
বেজে চলে তাচ্ছিল্য পরমাণু।


চির চেনা মেঠো পথের বাঁকে
বার বার পথ হারায় রাখালিয়া তীক্ষ্ণ চোখ,
আবার আসিবে ফিরে চিরাচরিত নিয়মে
আশায় বাধিয়া বুক নীড় হারা উন্মুখ।


দিগন্তের চোরাবালি কেবলই ভ্রম
কেমনে ফিরাবে যে গেছে চলে অসীমের পথে, 
হৃদয় গভীরে তবুও আশা বুনে চলে
মেঘের আড়ে হাসবে রবি বিলাস বসন রথে।