নেশা হলো যে ভারী
কবিতা নিয়ে থাকি,
রাত দুপুরে একি
ভাবনা কোথা রাখি।
বউ দিয়েছে আড়ি
যাবে বাপের বাড়ি,
এখন কিযে করি
রোজই দিচ্ছে তাড়ি।
বাজায় রণ ডংকা
যেন ধানী লংকা,
যত করি বারন
কাব্য লিখার কারণ।
গাল ফুলায় রাগে
অকারণেই ফুসে,
এমনি কি'না ঘষে
সেতো স্বভাব দোষে।
---------------
৩০-০৪-২০১৮
দাওরাই।