এ যুগের নব ষ্টাইলে
সবাই আজ মগ্ন
খালা-চাচী ঘোমটা মাথায়
যুবতীরা প্রায় নগ্ন।


পার্ক গুলোতে ছেলে-মেয়ে
কোলাকুলি করছে ভাই
প্রেমের নামে হচ্ছে কিসব
ডানে-বামে দিশা নাই।


দুষ্ট পালের উদাম নৃত্য
বলে তারা প্রগতি
লাজ শরমের নাই সীমানা
যুবা কিংবা যুবতী।


প্রেমের নামে ডেটিং মারে
এসব নাকি আধুনিক
স্কুল কলেজ ফাঁকি দিয়ে
সুযোগ খোঁজে রোমান্টিক।


মা বাবা আর মুরব্বিরা
সবাই হলো ব্যাক-ডেটেড
শশুড় মশাই বন্ধু প্রতীম
শালী-শাশুড়ী নাইতো ভেদ।


আগের দিনে প্রেম যোগাযোগ
পত্র লিখে বাহকে
খাতা কলম হলো আপদ
ভাব জমে আজ মোবাইলে।


ন‘পাড়ার ঐ বৃদ্ধ দাদা            
মলিন দেখি তাঁহার মুখ
কাছে ডেকে বলেন কানে
এরই নাম কলিযুগ।