সময়ের হাত ধরে
বছরান্তে দরজায় এসে  কড়া নাড়ে
কখনো শান্ত কখনো বিলাসী,
কখনো বা সর্বনাশী রূপে
সংস্কৃতির ধারক পহেলা বৈশাখ।


পথেঘাটে দেখি কত মাতাল উৎসব
রং মেখে সঙ সেজে
উন্মাদনার চরম শিখরে
আধুনিক প্রজন্মাংশ,
সংস্কৃতি হত্যা সংস্কৃতি প্রতিযোগিতা
অনাগত আগামী হয় বুঝি ধ্বংস!


স্বকীয়তার লালন চাই
উৎসব আমেজ চাই
তবে চাই না সীমাহীন উন্মাদনা,
এসো হে বৈশাখ সুখ-সমৃদ্ধির  প্রতীক হয়ে
এই হোক আজিকার কামনা।