কর্ম দোষে বেহাল জীবন
স্রষ্টার কেন দোষ ধর?,
সুপথ রেখে কুপথ বেয়ে
হুঁচট খেয়ে কেন মরো।।


বুদ্ধি বিবেক সব আয়োজন
সর্বশ্রেষ্ঠ নামে সৃজন,
ভোগ বিলাসে ষোল আনা
সবার আগে লাইন ধরো।


ভালো মন্দ সুবোধ নিয়ে
আসলে ভব সংসারেতে
মনি মুক্তো পায়ে ঠেলে
কাঁচের মালা কেন পরো