বিড়াল লড়াইয়ে পানি ছিটানো লোকের
অভাব নেই সমাজে!
অবোধ প্রাণি প্রতিপক্ষের ছোড়া  ইউরিন ভেবে
ভীষণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে একে অন্যের উপর।


আজকাল মানুষের রুচিবোধও বিচিত্র!
আনন্দ পাওয়া একটা আপেক্ষিক বিষয়;
কার কিসে ভাল লাগে এটা বুঝা খুব কঠিন কাজ নয়
অন্ততঃ এই তথ্য প্রযুক্তির যুগে।


পাড়া প্রতিবেশির ঘরে আগুন লাগলে
সবাই আগুন নিভাতে  এগিয়ে আসে,
আবার কেউ নিরাপদ দূরত্বে থেকে ক্যামেরা বন্দী করে!
কেউ সেবা করে আনন্দ পায়, আবার কেউবা
মানুষের দুর্দশা দেখে আনন্দ পায়!


তবে একটা বিষয়ে মানুষের মিল শত ভাগ
তা হলো নিজ স্বার্থ বা অধিকার;
নিজ স্বার্থের প্রশ্নে কেউ ছাড়বে না এক চুল।
দুধের শিশুও একটা চুষে অন্য টা ---------------।