মানুষ তোমার কিসের বড়াই, কি অহঙ্কার মনে?
ছাড়তে হবে  মায়ায় ভুবন, যে কোন এক ক্ষণে।


আপন বলে পুষলে যাদের,  জীবন করলে ক্ষয়
ছাড়লে ধরা সঙ্গে তোমার, কেউ তো যাবার নয়।


কত নামে আপন লোকে,   ডাক তো বারমাস
এখন তোমায় দেখে সবাই, বলছে একটা লাশ।


বাড়ি গাড়ি সহায় সম্পদ, শক্তি বৈভব কড়ি
যাবার বেলায় শূন্য হাত, সবই রইবে পড়ি।


গহিন বনের বিজন ঘরে,  থাকবে তুমি একা
আঁধার ঘরে ঝড় বাদলে, কেউ করবে না দেখা।


থাকতে সময় ফিকির কর,   পাইতে দয়ালের  ঠাঁই
আল্লাহ  ছাড়া ঘোর সংকটে, আর কোন মাবুদ নাই।