চল্লিশ বছরের সহাবস্থান
শরীরের সব কটি কোষে এমনকি প্রতিটা রক্ত কণিকায়
আষ্টেপৃষ্ঠে মিশে বাজায় সাইরেন,
বড়ই ভালবাসে আমায়
লতার মতো জড়িয়ে সারাবেলা এক দণ্ড নেই অবসর
অসহনীয় মাত্রায় জ্বলছে মাইগ্রেন।


মস্তকে বহমান পাথরের বোঝা
ওজন সইতে না পেরে টালমাটাল পুরো শরীর
কখনো রক্তের নিম্ন চাপ,
আলোর ঝলক আর শব্দের চাপে নতজানু হৃদয়
মন খারাপের অভিযোগ নিয়ে
আনমনে ছটফটানি নিরুত্তাপ।


রুটিন মাফিক মাপা জীবন
শিকল ছিঁড়লেই সহসা চেপে ধরে সে দানব
আর কত এই নিয়মের প্রাচীর?
অসহায় চিকিৎসা বিজ্ঞান!
ব্যর্থ সব গবেষক, কে দেখাবে আশার আলো
নাকি এমনি করে বিদায় আমার পৃথিবীর!