চারদিকে মৃত্যুর মিছিল
কখন যে কাকে জাপটে ধরে জানি না
হয়তোবা আমারই আশু রাত্রি হবে না ভোর,
ক্ষমিও স্বজন যদি ফিরে না আসি আর
যদি না খুলে আর আলোকিত দোর।


কর্ম দোষে ফুঁসেছে প্রকৃতি
বাহুল্য অজুহাত! কি আছে তার মূল্য!
যে পাঠালো ভবে তারেই বানালাম
নিষ্ঠুর এক প্রতিপক্ষ,
ক্ষণিক সার্থে ভুলিয়া অঙ্গীকার
সবিসার আত্মপক্ষ।


চারিদিকে মৃত্যুর হাতছানি
অদেখা যমদুত আকাশে বাতাসে
কখন যে কে হয় অচেতন,
আর কত প্রাণ বিলিন হইলে
হে মানুষ! হবে সচেতন।