তথ্য প্রযুক্তির অপার কল্যাণে
সমাজের আধুনিকায়ন আজকাল বেড়ে গেছে খুব,
পাড়া-মহল্লা অলি-গলি সবখানেই তথ্যজটের বেড়াজাল।
একটি বেফাস কথা বলেছেন কিংবা অসংলগ্ন আচরন, ব্যাস!
ফেসবুক, হোয়াটস এ্যাপ, ম্যাসেঞ্জার, ভাইবার আরো কত প্রযুক্তির সুবিধায়
মুহুর্তেই ছড়িয়ে গেলো দেশ-দেশান্তর,
চলতে চলতে কৃত বিকৃত হতে হতে ঘটনা অঘঠনে পরিনত।
যেমনি করে রেহাই পায়নি বিলপাড়ের অষ্টাদশী জরিমন—
নদীঘাটে দুপুরে স্নানের সময় তিন বখাটের লালসার শিকার
অসহায় জরিমনের চিৎকারে আকাশ কাঁপলেও
একটুও কাঁপেনি হায়েনাদের বিবেক,
এই দৃশ্য মোবাইলে ধারন করে বিকৃত রুচির আরেক নরপশু
ছড়িয়ে দিলো মোবাইল থেকে মোবাইলে।
অসহায় জরিমন ------
দুঃখে অপমানে হিসাব মেলাতে পারেনা জীবনের প্রাপ্তি
আর তাইতো-----
রাতে গলায় দড়ি দিয়ে টানে জীবনের সমাপ্তি।