ভাবছি বসে-
আকাশ কেন জমিন হতে দূরে?
সুরুজ কেন-
ঠায় ছাড়িয়ে, বাকিরা সব ঘুরে?


কার ইশারায়-
ভোরের সূর্য সন্ধ্যা হলে পাটে?
রাতের বেলা,
আঁধার কেন, রবি কোন ঘাটে?


কার সাহসে-
পাখিরা সব উড়ছে আকাশ পানে?
কে শেখালো-
এমন ভাষা কিচির-মিচির গানে?


কেমন করে-
ফল ফসলে, শস্যে ভরে মাঠ,
কেমন করে-
গাছের শাখে স্বর্ণ শোভা হাট?


যে কারিগর
আড়াল থেকে করছে নিয়ন্ত্রণ,
তিনিই হলেন
মহান শিল্পী মালিক নিরঞ্জন।।