আজ হতে শতবর্ষ  আগে----
প্রত্যাশার সোপান আকাশছোঁয়ার পদক্ষেপ
স্বপ্নের আলোকিত সূর্যকিরনে
অনাগত আগামীর দীপ্ত শপথে  
সিলেটের টিলাঘেরা ঢালু অনুর্বর ভূমিতে
অগ্রজেরা  করেছিলেন  এক
বোধিজ্ঞান বৃক্ষ চারা রোপন,
সময় সারথি ছিল কেবলই বাঁধভাঙা উচ্চাকাঙ্ক্ষা
ছিলো না বাহুল্য নিশার স্বপন।


আজ হতে শত বর্ষ আগে----
রোপিত চারা শাখাপ্রশাখা বিস্তৃত হয়ে
পত্রপল্লব শোভিত ফুলফল সমাহারে
এখন ভুবন জয়ী এক মহীরুহ।
শাখাপ্রসারী সুশীতল ছায়াতল তিষ্ঠে জ্ঞানানুশীলনে গৃহত্যাগী বেশুমার পিপাসু নারী পুরুষ,
সিলেট থেকে বাংলা ছাড়িয়ে  গোটা বিশ্বময়
সগৌরবে ছড়িয়ে দেয় তার জৌলুস।


আজ হতে শত বর্ষ আগে-----
বহমান সময় চলে নিরবধি
শহর, নগর, বন্দর, সাগর নদী পেরিয়ে এগিয়ে চলে বোধিজ্ঞান অনুসন্ধানী তৃষাতুর কাফেলা
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
সত্যবোধের উদ্বোধন হয় এই নিবাসে।
ছড়িয়ে আলো গুছিয়ে কালো,
পাছে ফেলে অতীত, চলমান সময়ের রুক্ষ শাসন স্তিমিত শমিত করে, কুসংস্কার বেড়াজাল ছিঁড়ে উদ্ভাসিত আলোক মশাল জ্বেলে এগিয়ে চলে
বিজ্ঞানের অক্সিজেনবাহী
এমসি নামক এক বটবৃক্ষ।