অলি গলি প্রান্তরে, শহর নগর বন্দরে
সদর চৌঘাট অন্দরে,
তালাশে তালশে বন্ধুরে
কোথায় আছে সুখ সরোবর?
তামাম রঙের ফানুস,
ভ্রমিয়া পৃথি লভিয়া স্মৃতি
কোথাও নেই মানুষ।
সাগর সলিলে, মরু কিংবা জঙ্গলে
বিরান বিজনে, লোকালয় কুজনে
কোথায় শান্তির বাণী?
কেবলই মেকি, দৃষ্টিময় দেখি
হিংসা আর হানাহানি।
প্রকাশ্য গোপনে,  নন্দন কাননে
পুস্পরা অন্ধ, নেই মোটে গন্ধ
ক্ষণে প্রাণ ক্ষণে মোর্চা,
আপনা ভুলে সকলে মিলে
সমাগম পরচর্চা।
আলো নাই হেথা, লাগামহীন বারতা
হৃদয় দহনে, উষ্ণ নয়নে
বোতলে সুশীল রাই,
লক্ষ কোটি প্রাণের নন্দনে
কোথাও মানুষ নাই।