কেন যে আর বলতে পারি না অকপটে
ভালো আছি বেশ!
মনের ক্যানভাসে উঁকি দেয়া দুষ্টু ভ্রমর
রেখে যায় চলার রেশ।
অকারণে বার বার মিথ্যে গোঁজামিলে
ঝরে লোনা আঁখি,
মেকি ভালবাসায় দিনমান ভরে মন-প্রাণ
সযতনে আগলে রাখি।
রক্ত পলাশের পাপড়ির ভাজে বিষাদে লুকোয়
অদেখা স্বপ্নের বারতা,
এখন আর ফাগুনের জৌলুসে নেশা ধরায় না
সে এক ব্যর্থ প্রেমিকা।
এখন আর মুখ ফোটে বলতে পারি না ভালবাসি
সেই আগেকার মতো,
বেলা শেষে বাসি ফুলের নির্যাস নাক চেপে ধরে
বিরহ বিধুর ক্ষত।
কেন যে এখন মিছে সান্ত্বনায় প্রবোধ খুঁজে পাই
জমানো আটপৌরে ঋণ!
স্বপ্ন চোখে শিকল বন্দি প্রহর কাটে অবিরাম
নির্ঘুমতায় সীমাহীন।