রং মাখার অনুপাত
জানে চিত্রকর,
বন্ধু যখন শত্রু হয়
স্বরূপ ভয়ংকর।


মশা মারার প্রতিফল
হাত দুটি লাল,
হোক যতই তিলোত্তমা
ফলটি মাকাল।


নৃত্য মঞ্চে ঘোমটা টানা
আসলে অর্থহীন,
রাতের সুখ যতই হোক
আঁধারে বিলিন।


যতই হাসো প্রাণ খুলে
কষ্ট চেপে বুকে,
মন-ব্যথা মনে থাকে
জ্বলে ধুকে ধুকে।


শ্রমের মুল্য সময় জানে
আসবে সুদিন,
প্রমোদ ভাবনা পুষ্প সজ্জা
জীবন অর্থহীন।