বিরতিহীন কথা বলতে
পারা কি কোন বীরত্বের পরিচয় ?
বাচাল সুবক্তা হতে পারে
অভ্যাসবশে কিন্তু নিরেট সত্যবাদী নয়।


স্বাদ হীন উদরপূর্তির চাইতে
রুচিসম্মত অল্প খাবারই উত্তম।
মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে
বিষে পরিনত উপকারী মধুও তখন অধম।


স্থান, কাল পাত্র গুণে হয় জ্ঞানের পরিচয়
সর্বক্ষেত্রে শ্রোতার আচরণ বুঝে
করতে হয় বক্তব্যের দীর্ঘায়ন,
আগে শিখা পরে তার সফল মঞ্চায়ন।


জমকালো আঁধারে ছোট্ট এক টুকরা
রেডিয়াম এনে দিতে পারে অনেক স্বস্তি-----!