সবাই যেমন আশায় থাকে
আমিও যে তাই
কেন জানি এই চাওয়াতে
অমিল খুঁজে পাই।
হাঁসি আমি ভীষন রকম
কান্না আসে যবে
দুঃখ ভোলার এইতো নিয়ম
জ্ঞানী জনে বলে।
আশার প্রাপ্তি যেথায় থাকে
জানি আমি ভাই
সেই চুড়াতে যাওয়ার মতো
সাধ্য আমার নাই।   ---------------------------