অভিমানী ভালবাসা চার দেয়ালে বন্দি
চাতক চোখ বৃষ্টি ফোটায় ভেঙ্গেছে আজ সন্ধি।
উড়ন্ত বলাকার পালে দমকা হাওয়া
পথ হারিয়ে দিশেহারা মাঝি এলোমেলো পথ বাওয়া।
মনপুড়া আকাশ তলে তালকাটা সুর
ভালবাসার তীব্র খরায় এখন অতীষ্ট  জীবন পুর।
অনামিকার ঔদ্ধত্য অধুনা লুপ্ত প্রায়
পেশির বাহার থমকে আছে এক অজানা ক্ষমতায়।
প্রকাশ্যে উন্মোচিত সুবোধ খেলার মাঠ
অবোধ পায়ে লোহার বেড়ি বদ্ধ উন্মাদ প্রেমের ঘাট।
নালিশা ভূমে অতুষ্ট পরজীবীর হানা
সুজন কুজন করতল মিলে কলঙ্কিত সে ঠিকানা।
প্রেম সাগরে নীল মোহনায় মৃদু শিহরণ
শোকের ভেলায় প্রদীপ জ্বেলে শান্তির অন্বেষণ।
কুকিল ডাকা দুপুর বেলা ত্যক্ত নিরুত্তাপ
সব হারানো অষ্টাদশীর চাঁপা কান্না কোন অভিশাপ?