প্রদর্শনী ভাঙা ভীড়
আঁধার চোখের ভ্রম শেষ মিলনায়তন
সুচতুর আবেশি দুটি হাতের স্পর্শে কম্পিত
দিশেহারা বিমর্ষ মুখ ফিরে চায়,
সমুদ্র জয়ে মুক্তো পাথরে সান বাঁধানো নায়।
বেহিসেবি সময় থমকে দাঁড়ায়
মিছে অনুরাগ কেবল অনুযোগ গড়ায়
বাহুল্য অজুহাত এখন শুধুই মূল্যহীন
পথ খুঁজে কারণ অকারণ,
বিরান জনপদ আশাবাদী স্বপ্ন বারণ।


সময় ভাঙে সময়ের ডাক
সোনালী সূর্যের রুপোলী উঞ্চ আলো
পত্র-পল্লবে মুখরিত অনাবাদী শরীর
ঘৃণায় যন্ত্রণায় বিরহ গান গায়,
মূল্যহীন দেহে সহসা প্রশান্তি খেলে যায়।