শত্রুর মুখের অভয় বাণী
যদিও বিশ্বাস হয়,
সাদিক যখন চরম শত্রু
কখনো নিরাপদ নয়।


পারস্পরিক বুঝার মাঝে
সম্পর্ক হয় মধুর,
অবিশ্বাসের জায়গা দিলে
আপন চলে সুদূর।


জীবন পথের সকল বাঁকে
মান অভিমান থাকে,
কাছের মানুষ বন্ধু স্বজন
বুকে আগলে রাখে।


একটি ভুলের কারণ যেন
ভাঙ্গে না কভু জ্ঞাতী,
নিজে আঁধার থেকেও জ্বাল
বন্ধুর ঘরে বাতি।


আপন জনের সকল ভুলে
কখনো দিও না সাড়া,
রাগের মাথায় নিও না কভু
কঠোর কোন তাড়া।


আসলে তুফান শক্তি সাহস
সহসা হয় পরাভব,
থামলে বিপদ রেখে যায় কত
ভয়ঙ্কর সব তান্ডব!