আগের দিনের অবাক গল্প শুনি বাবার মুখে
হারিয়ে গেছে ঐতিহ্য আজ আধুনিকের সুখে।
মাছ ছিল পুকুর ভরা আর গোয়াল ভরা গরু
বোয়াল মাছের বিশাল পেটি এখন দেখি সরু।
লাঙ্গল জোয়াল বলদ নিয়ে হইত জমি চাষ
এখন দেখি যান্ত্রিক লাঙ্গল  চলছে বারো মাস।
ছাই গোবরে ফলতো ফসল ছিলনা কোন ক্ষার
আজকের জমি নিচ্ছে দখল রাসায়নিক সার।
পায়ে হেঁটেই চলতো মানুষ দূর দূরান্তের পথ
এখন মোরা চলতে গেলেই খুঁজি কলের রথ।
সবল সতেজ খাদ্য ছিলো দূরে থাকতো ব্যধি,
এখন মোরা সব খাবারেই ফরমালিনে সাধি।
লতাপাতার ঔষধী গুণেই রোগ সারাত বৈদ্য
এখন এসব অলীক কথন ফার্মেসীতে অদ্য।
পুরান কালের এসব যেন স্বপ্নলোকের কল্প
কোথায় যেন লুকিয়ে গেল হারানো দিনের গল্প।