রাতের মহিমা রাতেই প্রকাশ!
ক্লান্তি বিষাদ গ্রাস করে নিয়ে সগৌরব সমুজ্জল,
ইনসোমনিয়া গ্রস্থের ভীষণ জ্বালাতন জীবন্ত দাবানল
মুটে-মজুরের অপার নিয়ামত যেন শান্তি অবিচল।
রাতের গৌরব বাড়ায় নিশাচর মানব!
আঁধারে লুকায় পাপের বেসাতি উল্লসিত মন
জাগতিক মোহে অন্ধ থাকিয়া সমুন্নত রাখে শির
নির্বোধের প্রাপ্তি অশান্তির অনলে ঝলসে মোসাফির।


রাতের মহিমা রাতই জানে!
বিধাতার করুণা রাতের কল্যাণ মানুষের তরে সব
বিরতিহীন কর্মে জমানো ভাগাড় শরীরে বহমান,
রাতের আঁধারে ঘুমের কৃপায় সফেদ মন-প্রাণ।
ইতর প্রাণি বুঝবে কিসে, রাত কি মহিয়ান!
দিবারাত্রির প্রভেদ রচিতে সময় পেরেশান।
রাতের আবেদন মঞ্জুর করিয়া বিধাতার বাড়ে শান,
দিবালোকের দম্ভ চুষে নেয় রাতের জয়গান।