জীবন যবে সাঙ্গ হবে মরন মম দ্বারে
নিস্পলক তাকিয়ে থাকা ভুলতে নারি তারে।
পালকী কাঁধে চার বেয়ারা করবে আমায় স্মরন
কেমন করে তখন তাদের করবো আমি বরণ।
মোহ মায়া লোভ লালসার ইতি দিবে টানি
কিসের আশায় সারাটি কাল টানলাম লোভের ঘানি!
ভোগ বিলাসে সাধের জনম বৃথা আজই সব
ঘর ভর্তি ইস্টিকুটুম আমার নাই আজ রব।
এত ডাকি ময়না পাখি তাকায় না আর ফিরে
শুন্য খাঁচা নিয়ে আজ সবাই আছে ঘিরে।
বাড়ি গাড়ি টাকা কড়ি সবই রইবে পরে
বিদায় বেলায় শুন্য হাতে যাবে পাখি উড়ে।
স্ত্রী পুত্র ভাই বন্ধু সবাই কেবা কার
ব্যস্ত সবাই তাড়াতারি করতে ঘরের বার।
দুয়েক দিনের কান্নাকাটি তার পরে সব শেষ
ধরা মাঝে রবে না আর জীবন নামের রেশ।
                        -------------------------------------------------
১২-০৩-২০১৮
দাওরাই।
abu3217@yahoo.com